পাপ্পু সাহা, বাজুয়া দাকোপ :
খুলনার দাকোপ উপজেলার বাজুয়ায় খ্রিষ্টান সম্প্রদায়ের ইষ্টার সানডে উপলক্ষে ঘোড় দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগীতায় দুর দুরান্ত থেকে ঘোড়ার মালিকেরা ১৫ টি ঘোড়া নিয়ে উপস্থিত হয়। পাষ্টার জেমস বিশ্বাস এর সভাপতিত্বে উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশের সর্ব প্রথম খ্রিষ্টান সম্প্রদায় থেকে মহান জাতীয় সংসদে প্রতিনিধিত্বকারী নারী সাংসদ, সংসদীয় মহিলা আসন -৩০ ও আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয় সর্ম্পকিত স্থায়ী কমিটির সদস্য এ্যাডঃ গ্লোরিয়া ঝর্ণা সরকার।
বিশেষ অতিথি ছিলেন দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল ওয়াদুদ, চার্চের গড ফাদার এণ্ড মাদার,বাংলাদেশ যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি রবার্ট নিক্সন ঘোষ।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইষ্টার সানডে উযাপন কমিটির সাধারণ সম্পাদক টনি বাড়ই, খুলনা জেলা ছাত্র যুব ঐক্য পরিষদ সভাপতি দেবাশীষ রায়, লুইস মণ্ডল, মানিক বাড়ই, বাজুয়া ইউ পি সদস্য উৎপল দাস, উত্তম রায়, তন্দ্রা রায়, জাহাঙ্গীর গাজী, সুমন, তুহিন, ল্যাটিন, সিমসম, পাঞ্জুরাম, সহ আরো অনেকে।
উক্ত প্রতিযোগীতায় প্রথম স্থান অধিকার কারী ঘোড়া – বাপ্পির, ফাটা কেষ্ট। দ্বিতীয়- রকেট ও তৃতীয়- পাখি। প্রথম স্থান অধিকারীকে ৮০০০, দ্বিতীয় স্থান অধিকারীকে ৬০০০, তৃতীয় স্থান অধিকারীকে ৪০০০, টাকা প্রইজ মানি এবং সকলকে ৫০০ টাকা করে সান্তনা পুরুষ্কার দেওয়া হয়। উক্ত অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দর ভাবে সমাপ্ত হয়।