ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি :
ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ২৫ মে শনিবার বিকেলে উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী গাজী এজাজ আহমেদের ঘোড়া প্রতীকের পক্ষ্যে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
খর্ণিয়া ইউনিয়ন পরিষদ চত্ত¡রে আ’লীগ নেতা শেখ হায়দার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগ নেতা সাবেক অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম। সভায় প্রধান বক্তা ছিলেন স্বতন্ত্র প্রার্থী গাজী এজাজ আহমেদ। এ সময় আরও বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগ নেতা আবু সাইদ সরদার, শেখ নাজিবুর রহমান, শেখ হেফজুর রহমান, রঘুনাথপুর ইউপি চেয়ারম্যান খান শাকুর উদ্দিন, ভান্ডারপাড়া ইউপি চেয়ারম্যান ডাঃ হিমাংশু বিশ্বাস, শোভনা ইউপি চেয়ারম্যান সুরঞ্জিত কুমার বৈদ্য, আওয়ামী লীগ নেতা খান নজরুল ইসলাম, আছফর হোসেন জোয়ার্দার, শেখ আছাদুজ্জামান, যুবলীগ নেতা জি এম ফারুক হোসেন, মোল্যা সোহেল রানা, কাজী আলমগীর হোসেন, গোবিন্দ ঘোষ, রকিবুল গাজী, মেহেদী হাসান বিপ্লব, শেখ ইকবাল হোসেন, গাজী তৌহিদুজ্জামান, গাজী আব্দুল হক, শেখ জাকির হুসাইন, ছাত্রলীগের আবুল বাশার খান ও শেখ মাসুদ রানা প্রমুখ।