অফিস ডেস্ক :
গতকাল মঙ্গলবার (১২ অক্টোবর) খুলনার কয়রা ও পাইকগাছা উপজেলার তিনটি দূর্গামন্দির পরিদর্শন ও ভক্তদের সাথে মতবিনিময় করেছেন খুলনাস্থ ভারতীয় সহকারী হাই কমিশনার রাজেশ কুমার রাইনা।
এ সময় মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সহকারী হাই কমিশনার রাজেশ কুমার রাইনা বলেন, আমাদের প্রতিটি ঘরে মা বোনদের মাঝেই মা দূর্গা আছেন। আমাদের মধ্যের রাগ ও মন্দ অভ্যাসগুলোই মহিষাসুর রুপেই বিরাজমান যাকে অবশ্যই হত্যা করতে হবে। আমাদের প্রধানমন্ত্রী বলেছেন ধর্ম যার যার উৎসব সবার।
সুত্রে জানা যায়, মঙ্গলবার সপ্তমী পূজার দিন খুলনাস্থ ভারতীয় সহকারী হাই কমিশনার রাজেশ কুমার রাইনা স্বস্ত্রীক খুলনার কয়রা উপজেলার সুরিখালী রামকৃষ্ণ মন্দির এবং চান্নিচক দূর্গা মন্দির পরিদর্শন ও উপস্থিত ভক্তদের সাথে মতবিনিময় করেন। একই দিন তিনি পাইকগাছা উপজেলার কপিলমনি দূর্গামন্দির পরিদর্শন শেষে উপস্থিত সকলের সাথে মতবিনিময় ও শারদীয়া শুভেচছা বিনিময় করেন।