ওবায়দুল কবির(সম্রাট): খুলনা-০৬ ( কয়রা-পাইকগাছা ) আসনের সংসদ সদস্য ও খুলনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু এমপি’র মাতা ফাতিমা খানমের (৭০) রোগমুক্তি ও সুস্থতা কামনায় আটরা কয়রার আমাদী ইউনিয়ন যুবলীগ এর উদ্যোগে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
০৮ জুলাই (বুধবার) বাদ আছর আমাদী যুবলীগ এর নিজস্ব কার্যলয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে এমপি আক্তারুজ্জামান বাবুর অসুস্থ মায়ের সুস্থতা কামনা ও রোগ মুক্তি কামনা করে মহান আল্লাহ তায়ালার কাছে সংগঠনের নেতা কর্মীরা মুনাজাত করেন।
দোয়া ও মিলাদ মাহফিলে আমাদী ইউনিয়নের যুবলীগের সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কয়রা থানা যুবলীগ সাধারণ সম্পাদক জাফরুল ইসলাম পাড়, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জুয়েল, ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নির্মল দাশ, আওয়ামী লীগ নেতা আব্দুর রশিদ সর্দার, আব্দুল গনি সরদার, কামরুল ইসলাম শেখ, আফিল উদ্দিন, ইউপি সদস্য বিশ্বজিৎ সিনহা, ঢালী জালাল উদ্দিন, মাস্টার তাপস কুমার, খাইরুল গাজী, মিন্টু, ইউনুস সরদার, জিয়া হায়দার, গৌতম দাস, আবুল বাশার সরদার, আব্দুস সামাদ গাজী, আদম আলী ঢালী, আবু বক্কার, গাজী জনাব আলী, প্রমূখ উপস্থিত ছিলেন। এছাড়া ইউনিয়ন আওয়ামী লীগ ও এর সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য এমপি বাবু’র মাতা কিছু দিন যাবত পাকস্থলীর জটিলতা, হৃদরোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ঢাকা এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বর্তমানে তিনি ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন আমাদি বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা রুহুল আমিন সানা। দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে দেশের মানুষের শান্তি কামনায় দোয়া কামনা করা হয়।