প্রেস বিজ্ঞপ্তি :
জাতীয় পার্টি’র চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা পল্লীবন্ধু আলহাজ্ব হুসেইন মোহাম্মদ এরশাদ গুরুতর অসুস্থ হয়ে ঢাকার সিএমএইচ হাসপাতালে সিসিইউ চিকিৎসাধীন আছেন। তাঁর আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করে ০১ জুলাই (সোমবার) দুপুর ১২টায় ডাকবাংলাস্থ দলীয় কার্যালয়ে খুলনা জেলা ও মহানগর জাপা’র উদ্যোগে এক দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জেলা জাপা সভাপতি শফিকুল ইসলাম মধু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জাপার সাধারণ সম্পাদক এম হাদিউজ্জামান, কেন্দ্রীয় সদস্য ইসমাইল খান টিপু, শেখ জাহাঙ্গীর হোসেন, জেলা সহ-সভাপতি ফরহাদ আহমেদ, মহানগর জাপার সদস্য সচিব মোল্যা শওকাত হোসেন বাবুল, মহানগর নেতা শেখ সাদী, শাহ লায়েক উল্যাহ, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক জি এম বাবুল, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার নাজিম, দপ্তর সম্পাদক রহমত আলী খান, যুব সংহতি কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক এস এম এরশাদুজ্জামান ডলার, মহানগর যুব সংহতি সাধারণ সম্পাদক মোল্যা সাইফুল ইসলাম, কেন্দ্রীয় নেতা প্রিন্স হোসেন কালু, শহীদুল কাদির উৎসব, হাসানুর রশীদ রাসেল, বি এম কামরুল ইসলাম, মাজাহার জোয়ার্দ্দার পান, মোঃ এজাজ, গাজী খোকন, অপূর্ব দত্ত নেকু, তাজুল ইসলাম, মোঃ এমদাদুল শেখ, গাজীর মোর্শেদ, হাসান হাবিব রুমি, ঝলক মল্লিক, রাব্বিউজ জামান চয়ন, গাজী মোশাররফ হোসেন প্রমুখ।