নিজস্ব প্রতিবেদক: খুলনার দাকোপ উপজেলার বাজুয়া বড়দিন আনন্দমেলার মাঠে ৩১মে শুক্রবার বিকাল ৫টার দিকে ‘‘উৎসব হোক রঙ্গিন’’ এই স্লোগান নিয়ে সম্পুর্ণ মানবিক ও সমাজ সেবা ভিত্তিক সংগঠন ‘‘খুলনা ফুড ব্যাংক’’ এর উদ্যোগে এবং সবার সহযোগীতায় বাজুয়ার ১০০ হতদরিদ্র শিশু কিশোর ও ৫০ জন মহিলাদের মাঝে বিতরণ করা হয় ঈদের নতুন পোষাক।
এ সময় অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন তরুণ সমাজ সেবক শ্রীমন্ত অধিকারী রাহুল, ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা সভাপতি সালেহ উদ্দিন সবুজ, বাজুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বাবু দেব প্রসাদ গাইন, ফারদিন ইসলাম অনিক, কমলেষ বাছাড়, কুমার অভি, রুবেল, তুহিন, রাজু, মিরাজ শেখ, আলামিন, শাহানুল, এছাড়া বাুজয়ার নিউটন গাইন, বিশ্বজিৎ সরকার প্রমুখ।
“খুলনা ব্লাড ব্যাংক” এর সাধারণ সম্পাদক বাজুয়ার সন্তান সৌরভ গাইন এর সঞ্চালনায় প্রোগ্রামটি সফল ভাবে সম্পূর্ন হওয়ায় সবাইকে ‘‘আমাদের খুলনা’’ ফেসবুক গ্রুপের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
উল্লেখ্য, দ্বিতীয় ধাপে খুব দ্রুত আবারও হতদরিদ্র শিশু কিশোরদের মাঝে নতুন পোষাক বিতরণ করা হবে বলে জানানো হয় সংগঠনটির পক্ষ থেকে।