খবর বিজ্ঞপ্তি : বাংলাদেশের বৃহত্তম পেশাজীবী সংগঠন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) খুলনা জেলা শাখার উদ্যোগে অতীতের ন্যায় এ বছরও খুলনার জনপ্রতিনিধি, সুধীজন এবং সদস্য প্রকৌশলীদের সম্মানে অদ্য ১৬ মে ২০১৯ বৃহস্পতিবার নগরীর সোনাডাঙ্গাস্থ খুলনা কনভেনশন সেন্টারে এক দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
খুলনা জেলা শাখার সভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার শেখ মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেসিসি মেয়র জননেতা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মিজানুর রহমান মিজান, আইডিইবি’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলহাজ্ব লায়ন ইঞ্জিনিয়ার মোঃ শামসুর রহমান, বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি ইঞ্জিনিয়ার নির্মল চন্দ্র শিকদার, আইডিইবি’র কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম ও আলহাজ্ব রোটারিয়ান ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদার। আইডিইবি’র কেন্দ্রীয় নেতা ও খুলনার সাধারণ সম্পাদক রোটারিয়ান প্রকৌঃ মাহবুবুর রহমান শামীমের সার্বিক পরিচালনায় আইডিইবি খুলনা জেলা শাখার নেতৃবৃন্দ, বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের নেতৃবৃন্দ, খুলনা অঞ্চলের বিভিন্ন সার্ভিস এসোসিয়েশনের নেতৃবৃন্দ, আমন্ত্রিত সুধীবৃন্দ এবং বিপুল সংখ্যক সদস্য প্রকৌশলী উপস্থিত ছিলেন।
এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাঃ ডাঃ নুরুল হক ফকির, খুলনা ওয়াসার ডিএমডি আলহাজ্ব প্রকৌঃ মোঃ কামাল উদ্দিন, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌঃ অনিমেষ কুমার পাল, আইডিইবি’র সাবেক কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব আব্দুস সামাদ তালুকদার, বাংলাদেশ ব্যাংকের জয়েন্ট ম্যানেজার ফিরোজ আলম খান, বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতির সিনিয়র যুগ্ম সম্পাদক রোটারিয়ান আলতাফ হোসেন, বিজেএমসি’র প্রকল্প প্রধান ইঞ্জিনিয়ার মোঃ শফিকুল ইসলাম, মোঃ সাজ্জাদ হোসেন, সোনাডাঙ্গা থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তসলিম আহমেদ আশা, ছাত্রলীগ খুলনা মহানগরীর সভাপতি শেখ শাহজালাল হোসেন সুজন, অধ্যক্ষ আঁখি আক্তার, আইডিইবি নেতা নাজমুল হুদা, আলহাজ্ব সুফিয়া সামাদ, বাবুল হোসেন, সাজ্জাদ হোসেন, সেলিমুল আজাদ, মাসুম মাহমুদ, বেনজীর আহমেদ, নাজমুল কবির, সাইফুল ইসলাম মোমেন, হুমায়ুন কবির, পলি আক্তার, সনদ কুমার, সাইদুর রহমান, তাজ আহমেদ, অহিদুর রহমান মনি, নজমুল ইসলাম খান, সাবেক সেক্রেটারী শহিদুল ইসলাম, গৌতম মজুমদার, মিজানুর রহমান, কাজী এনায়েত হোসেন, সাহানা নাসরীন প্রমুখ।
দোয়া পরিচালনা করেন আইডিইবি’র সিনিয়র নেতা আলহাজ্ব ইঞ্জিনিয়ার গাজী হাবিবুর রহমান। ইফতারপূর্ব দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা, প্রয়াত সদস্য প্রকৌশলীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনাসহ জননেতা ওবায়দুল কাদের সুস্থ হয়ে দেশে ফেরায় শুকরিয়া কামনা করা হয়।