খবর বিজ্ঞপ্তি :
২৫ (জানুয়ারী) সন্ধ্যা ৬টায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির খুলনা জেলা কার্যালয়ে ১৪ দলীয় জোটের বাম ও গণতান্ত্রিক দলসমূহের এক সভা অনুষ্ঠিত হয়। জাতীয় পার্টি জেপি’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শরীফ শফিকুল হামিদ চন্দনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি সঞ্চালনা করেন ওয়ার্কার্স পার্টির জেলা সম্পাদকম-লীর সদস্য শেখ মফিদুল ইসলাম।
সভার শুরুতে ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক কমরেড বিমল বিশ্বাসের একমাত্র পুত্র সৃজন বিশ্বাসের অকাল মৃত্যুতে গভীর শোক প্রস্তাব গ্রহণ করা হয়। সভায় নেতৃবৃন্দ খুলনা নগরীর যানজট নিরসনে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করায় নগর পিতা তালুকদার আব্দুল খালেককে অভিনন্দন জানানো হয়। একই সাথে খুলনা জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে ময়ুর নদীকে সচল রাখতে ২২ খালের অবৈধদের উচ্ছেদ করার উদ্যোগ গ্রহণের জন্য অভিনন্দন জানান হয়। একই সাথে খুলনা নগরীর স্বল্প আয়ের মানুষদের জীবন-মান উন্নয়নের লক্ষ্যে হকারদের পুনর্বাসনের ব্যবস্থা করার জোর দাবী জানানো হয়। সভায় স্থানীয় সরকার নির্বাচনে ঐক্যবদ্ধভাবে করতে হবে এবং খুলনা অঞ্চলে আসন্ন উপজেলা নির্বাচনে ১৪ দলভুক্ত বাম ও গণতান্ত্রিক দলসমূহ একক প্রার্থী ঘোষণা করে নির্বাচনী সাংগঠনিক কার্যক্রম চালানোর ঐক্যমত পোষণ করা হয়।
সভায় এছাড়াও বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জাসদ খুলনা মহানগর সভাপতি রফিকুল হক খোকন, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খালিদ হোসেন, মহানগর সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মন্টু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি খুলনা জেলা সম্পাদকম-লীর সদস্য দেলোয়ার উদ্দিন দিলু, ন্যাপ জেলা সাধারণ সম্পাদক তপন কুমার রায়, সহ সম্পাদক শামীম আহসান, গণতন্ত্রী পার্টির জেলা সাধারণ সম্পাদক সোলেমান হাওলাদার, জাকের কর্মী গ্রুপের জেলা নেতা গোলাম নবী মাসুম প্রমুখ।