অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা :
সুন্দরবন হতে অবৈধভাবে কাঁকড়া ধরার কাজে ব্যবহৃত পাটা ও ডিঙ্গি নৌকা সহ কাঁকড়া উদ্ধার করেছে বন বিভাগের কয়রা কোবাদক ষ্টেশনের স্টাফরা।
জানা গেছে গত রবিবার রাত আনুমানিক ৩ টার দিকে কোবাদক স্টেশন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে আড়পাঙ্গাশিয়া নদীর ৪৬ নম্বর কম্পার্টমেন্ট এলাকায় অভিযান চালিয়ে ২ টি ডিঙ্গি নৌকা ও কাঁকড়া ধরার পাটা আটক করে। পরবর্তিতে কাঁকড়াগুলো কপোতাক্ষ নদে স্থানীয় জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যাক্তিবর্গের উপস্থিতিতে অবমুক্ত করা হয়। নৌকা ও পাটার ব্যাপারে বন আইনে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অভিযানকালে উপস্থিত ছিলেন কোবাদক ষ্টেশনের ষ্টাফ দেলোয়ার হোসেন, রবিউল ইসলাম, আব্দুস সালাম, আমিনুল ইসলাম প্রমুখ।