প্রতিনিধি, রূপসা :
খুলনার রূপসা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন উপলক্ষে তফসিল ঘোষণা করা হয়েছে। শুক্রবার (৮ মার্চ) বেলা ১১ টার দিকে প্রেসক্লাব মিলনায়তনে নির্বাচন কমিশনের প্রধান ও ক্লাবের উপদেষ্টা অ্যাডভোকেট সুজিত অধিকারী-এ তফসিল ঘোষণা করেন।
এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সদস্য সময়ের খবরের মফস্বল সম্পাদক ও প্রেসক্লাবের উপদেষ্টা মো. আনোয়ার হোসেন, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু হারুন-অর-রশিদ, নির্বাচন কমিশন সচিব নৈহাটী মাধ্যমিক বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক মো. আনিসুর রহমান, রূপসা প্রেসক্লাবের সভাপতি রবিউল ইসলাম তোতা, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম ডালিম, সাবেক সভাপতি সাইফুল ইসলাম বাবলু, তরুণ চক্রবর্তী বিষ্ণু, কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক, প্রচার ও দপ্তর সম্পাদক হামিদুল হক, নির্বাহী সদস্য তরিকুল ইসলাম, তৌহিদুল ইসলাম কচি।
ঘোষিত তফসিলে আগামি ১০ মার্চ মনোনয়নপত্র ক্রয়, ১৩ মার্চ মনোনয়নপত্র জমা, ১৪ মার্চ যাচাই-বাছাই, ১৬ মার্চ আপিল ও নিস্পত্তি, ১৮ মার্চ প্রার্থীতা প্রত্যাহার, ২০ মার্চ চুড়ান্ত প্রার্থী প্রকাশ, ৫ এপ্রিল দ্বি-বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হবে। এছাড়া আগামী ৬ এপ্রিলে ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে।