প্রতিনিধি, রূপসা :
খুলনার রূপসা উপজেলায় জাহান বেগম (৪৫) নামের এক গৃহবধু আত্মহত্যা করেছে।
বুুধবার (২০ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার নৈহাটি ইউনিয়নের মাছুয়াডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত জাহান বেগম উক্ত গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী।
পুলিশ জানায়, গভীর রাতে নিজ বাড়ীর বারান্দার ডাবার সঙ্গে নিজ শাড়ী পেচিয়ে সে আত্মহত্যা করে। প্রাথমিকভাবে জানা গেছে তিনি দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।