প্রতিনিধি, রূপসা :
খুলনার রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের সিংহের চর গ্রামে ইট ভাটার চিবনী ধ্বসে পড়ে এক শ্রমিকের মৃত্যু ঘটেছে। জানাগেছে যুগিহাটি গ্রামের আলাউদ্দিন শেখের পুত্র শাহাবুদ্দিন শেখ (৪০) বুধবার (২০ মার্চ) সকালে সিংহের চরের নাসির ইজারাদারের ইট ভাটা এলএসবি তে কাজ করছিল। আকস্মিক ভাবে উক্ত ইট ভাটার চিবনী ধ্বসে পড়ে শ্রমিক শাহাবুদ্দিন চাপা পড়ে। পরে আশের পাশের লোকজন তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। জানাগেছে উক্ত ইট ভাটার চিবনী দীর্ঘদিন ধরে ফাটল এবং পুরাতন হলেও তা মেরামত বা পরিবর্তন না করায় এ ধরনের ঘটনা ঘটেছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছে।