প্রতিনিধি, রূপসা :
খুলনার রূপসা উপজেলায় শ্রদ্ধা ও ভালোবাসার সাথে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত হয়েছে। বুধবার (২০ ফেব্রুয়ারী) দিবাগত রাত ১২টা ১ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে আনুষ্ঠানিকভাবে এ শ্রদ্ধা জানানো হয়।
উপজেলা পরিষদের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলিয়াছুর রহমান প্রথম প্রহরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর একে একে শ্রদ্ধা জানান উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, রূপসা থানা, উপজেলা আওয়ামীলীগ, ৪ নম্বর টিএসবি ইউনিয়ন আওয়ামীলী, ছাত্রলীগ, সেচ্ছাসেবকলীগ, যুবলীগ, কৃষকলীগ, রূপসা প্রেসক্লাব, উপজেলা কমিউনিস্ট পার্টি, কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স , কাজদিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়, অগ্নিবানী সংগীত নিকেতন, কাজদিয়া বাজার বর্ণিক সমিতি ৯নম্বর ওয়ার্ড পাঁচানী আওয়ামীলীগ।
সর্বপরি শহীদদের স্মরনে এক মিনিট নিরাবতা পালন ও তাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।