রূপসা প্রতিনিধি, খুলনা :
সবাই মিলে ভাবো নতুন কিছু করে নারী-পুরুষ সমতার নতুন বিশ্ব গড়ো এই শ্লোগান কে সামনে রেখে খুলনার রূপসা উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষে বুধবার (৬ মার্চ) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ইলিয়াছুর রহমান। এ সময় রূপসা থানা অফিসার ইনচার্জ (তদন্ত) শাহিনুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন, কৃষি কর্মকর্তা ফরিদুজ্জামান, মৎস্য কর্মকর্তা আবু বকর সিদ্দিক সহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা উক্ত মানববন্ধনে অংশ গ্রহন করেন।