রূপসা প্রতিনিধি :
উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো: কামাল উদ্দীন বাদশা বুধবার (২৭ মার্চ) দিনব্যাপী ঘাটভোগ, আইচগাতী, শ্রীফলতলা, টিএসবি, নৈহাটি সহ ৫ টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সা: সম্পাদক ইমদাদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মো: জাহাঙ্গীর শেখ, আওয়ামীলীগ নেতা মোল্লা আরিফুর রহমান, সেলিম মোল্লা, আল মামুন সরকার, অধ্যাপক শ্যামল কুমার দাস, আখতার হোসেন খান, ফরিদ শেখ, নাসির হোসেন সজল, আবু আহাদ হাফিজ বাবু, রুহুল আমিন রবি, আ: রশিদ, আ: মান্নান, আবুল কালাম আজাদ, ইসরাইল, আ: গফফার, আখতার ফারুক, রবিউল ইসলাম ফকির, গোপাল চন্দ্র মন্ডল, মনির হোসেন মোল্লা, ডা: শফিকুল ইসলাম, স্বপ্না রানী পাল, রাজিব দাস টাল্টু, সন্তোষ কুমার চিন্তাপাত্র, ঠাকুর মল্লিক, নিপুল দাশ, অলোক, প্রভাষ, রবীন্দ্রনাথ, মারুফ মুন্সী, পলাশ সাহা জগ, তন্ময়, সুব্রত, টেনিস, ইরান মোল্লা, অংকুর, বিপুল রায় প্রমুখ।