অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা :
খুলনা বিভাগীয় কমিশণার লোকমান হোসেন মিয়া বলেছেন,“মাদক দেশ ও জাতির শত্রু। মাদক শুধু একটা মানুষের জীবন নষ্ট করে না বরং একটি পরিবার থেকে শুরু করে গোটা সমাজ ব্যবস্থাকে কলুষিত করে। তাই সুন্দর সমাজ ও দেশ গঠণে মাদকের ভয়াবহয়তা থেকে যুব সমাজকে রক্ষা করতে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে”।
আগামী ৩১ মার্চ কয়রা উপজেলা নির্বাচণ অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে। এ জন্য প্রশাসণের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। রবিবার ২৪ মার্চ বিকাল ৩ টায় কয়রা উপজেলা প্রশাসণের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে মাদক বিরোধী টাস্কফোর্সের সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার শিমুল কুমার সাহার সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ হেলাল হোসেন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশণা অনুযায়ী মাদককে জিরো টলারেন্স ঘোষণা করতে হবে। তিনি উপজেলা নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সাথে কাজ করে নির্বাচনে কারো দ্বারা প্রভাবতি না হয়ে শতভাগ নিরপেক্ষ ভোট গ্রহণের আহবান জানান। অপর বিশেষ অতিথি জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ (বিপিএম) বলেন, মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের তালিকা আমার হাতে রয়েছে যারা এর সাথে জড়িত তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম সুলতান মাহমুদের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ও পঞ্চম উপজেলা নর্বিাচন রিটার্নিং অফিসার খুলনা মোঃ জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ, কয়রা থানার অফিসার ইনচার্জ তারক বিশ্বাস প্রমুখ। সমাবেশে সরকারী কর্মকর্তা, পঞ্চম উপজেলা নির্বাচনে দায়ীত্বপ্রাপ্ত সকল কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি, শিক্ষক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।