মোঃ মাসুদুর রহমান শেখ, বেনাপোলঃ
বেনাপোল চেকপোস্ট এলাকায় এবার মহামারি করোনা ভাইরাসের কারনে সীমিত আকারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। তবে ভারতের পেট্রাপোল বন্দরে আগের মতোই জাকজমকপূর্ণভাবে পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। রবিবার (২১ ফেব্রুয়ারি) বেনাপোল চেকপোস্টের নো-ম্যান্সল্যান্ডের অস্থায়ী শহীদ বেদীতে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ভারত-বাংলাদেশর ভাষা প্রেমিরা।
এদিকে প্রতিবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দুই বাংলার ভাষা প্রেমি মানুষের মিলন মেলায় পালিত হয় ভাষা দিবস। তবে এবারের সীমিত আকারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হওয়ায় চিত্রটা ছিলো ভিন্ন। তবে আগের মতোই নোমান্সল্যান্ডে অস্থায়ী শহীদ বেদীতে ফুল দিয়ে শহীদদের প্রতি সম্মিলিত শ্রদ্ধা জানান ভারত-বাংলাদেশ।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্রাচার্য্য, যশোর-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন, কাস্টমস কমিশনার আজিজুর রহমান, উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জুসহ আওয়ামী লীগ,যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
ভারতের পক্ষ্যে উপস্থিত ছিলেন, পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী শ্রী জ্যোতিপ্রিয় মল্লিক, বিশেষ অতিথী উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের প্রাক্তন বিধায়ক ও মেন্টর শ্রী গোপাল শেড সহ সভাধিপতি শ্রীমতি মমতা বালা ঠাকুর, বনগা লোকসভার শ্রী সুরজিত বিশ্বাস, পশ্চিম বঙ্গ সরকারের বিধায়ক শ্রী মতি জ্যোৎ আঢ্য,সাবেক সংসদ বনগা পৌর প্রশাসক শ্রী শঙ্কর আঢ্য প্রমুখ।