খবর বিজ্ঞপ্তি :
(৫ মার্চ) মঙ্গলবার বিকেল ৫টায় বৃহত্তর আমরা খুলনাবাসী, খুলনার উদ্যোগে সংগঠনের নিজস্ব অস্থায়ী কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধা এ্যাড. ফিরোজ আহমেদের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি ডাঃ মোঃ নাসির উদ্দিনের সভাপতিত্বে স্মরণসভায় বক্তারা ফিরোজ আহমেদের কর্মময় জীবন ও বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক নিয়ে বক্তারা আলোচনা করেন। বক্তারা ক্ষুব্ধতা প্রকাশ করে বলেন, গুণী এই মানুষটি সারা জীবন মানুষের জন্য অকাতরে কাজ করে গেলেও এখন পর্যন্ত তাঁর নামে একটি রাস্তারও নামকরণ করা হয়নি। বক্তারা তাঁর ৫ম মৃত্যুবার্ষিকীর স্মরণসভা থেকে আশাবাদ ব্যাক্ত করেন, মানুষের জন্য উৎসর্গিত নিবেদিতপ্রাণ এই মানুষটির নামে অচিরেই যাতে একটি রাস্তার নামকরণ করা হয়।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সংগঠনে সহ-সভাপতি জিএম মহিউদ্দিন, আব্দুস সালাম আকন, ডাঃ সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, অধ্যাপক মোঃ আলী আকবর, মোঃ সিরাজুল ইসলাম, আলহাজ্ব ইমতিয়াজ আলী খোকন, সাধারণ সম্পাদক এস এম মাহবুবুর রহমান খোকন ও সৈয়দ আলী হাকিম, ডাঃ আব্দুস সালাম, এ্যাড. আমিনুল ইসলাম মিঠু, মনির হোসেন, শাকিল আহমেদ রাজা, ড. এস এম জাকারিয়া, ক্কারী শরীফ মিজানুর রহমান, ডাঃ সৈয়দ আলী হাফিজ, আবুল ফজল, জমশের আলী খান খোকন, মুন্সী আহমেদ হোসেন, ইসরাত আরা হিরা, সাজেদা ইসলাম, খালিশপুর থানা কমিটির সভাপতি আলহাজ্ব তাহেরুল আলম, সবুজুল ইসলাম, জামিল আহমেদ, খলিলুর রহমান, খালিশপুর থানা কমিটির সভাপতি আলহাজ্ব ডাঃ তাহেরুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক মোল্লা শফিকুল ইসলাম অভি, যুগ্ম সম্পাদক খলিলুর রহমান, খায়রুল হায়দার জুয়েল প্রমুখ।