তথ্যবিবরণী :
আগামী ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২০১৯ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা বুধবার(২০ ফেব্রুয়ারি) বিকেলে খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে তাঁর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় দিবসটি উদযাপন উপলক্ষে নানামূখী কার্যক্রম গ্রহণের সিদ্বান্ত গৃহীত হয়। সকাল আটটায় খুলনার নিউমার্কেট চত্ত্বর থেকে র্যালি বের হয়ে খুলনা বেতার কেন্দ্রে গিয়ে শেষ হবে। সেখানে বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করা হবে। সকাল নয়টায় শহীদ হাদিস পার্কে শিশু সমাবেশ, আলোচনা অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। এছাড়া খুলনা সিটি কর্পোরেশন ও শিশু একাডেমির উদ্যোগে চিত্রাংকন প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতিমখানায় দুস্থ শিশুদের উন্নতমানের খাবার পরিবেশন করা হবে।
প্রস্তুতিমূলক সভায় বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন শিল্প সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভাটি সঞ্চালন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান।