প্রেস বিজ্ঞপ্তি :
২৭ এপ্রিল শনিবার, বিকেল ৫টায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, খুলনা জেলা কার্যালয়ে বাম গণতান্ত্রিক জোটের খুলনা জেলা প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ইউনাইটেড কমিউনিস্ট লীগের খুলনা জেলা কমিটির সদস্য কমঃ কাজী দেলোয়ার হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক কমঃ বজলুর রশীদ ফিরোজ, সিপিবি কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য কমঃ কাফি রতন, ইউসিএলবি কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য কমঃ আজিজুর রহমান, বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় পরিচালনা কমিটির সদস্য মানস নন্দী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য কমঃ আনসার আলী দুলাল, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কমঃ লিয়াকত আলী, সিপিবি কেন্দ্রীয় সদস্য কমঃ এস এ রশীদ, ইউসিএলবি কমঃ মোস্তফা খালিদ খসরু, বাসদ জেলা সমন্বয়ক কমঃ জনার্দন দত্ত নাণ্টু, বাসদ (মার্কসবাদী) কমঃ রুহুল আমিন প্রমুখ।
বক্তারা বলেন, বর্তমান ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াবার সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে জনগণকে সাথে নিয়ে আন্দোলন সংগ্রাম করতে হবে।