তৃপ্তি সেন, পাইকগাছা :
খুলনার পাইকগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে আগামী ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এড. স ম বাবর আলী। উপস্থিত ছিলেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মিহির বরণ মন্ডল ও রবিউল ইসলাম, থানার এসআই আবু সাঈদ, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, মুক্তিযোদ্ধা রণজিৎ সরকার, প্রধান শিক্ষক মিলিজিয়াসমিন ও অনিতা রানী মন্ডল, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল ইসলাম সিদ্দিকী ফিরোজ, পরিসংখ্যান কর্মকর্তা মোজাফফার হাসান, একাডেমীক সুপার ভাইজার মীর নুরে আলম সিদ্দিকী, প্রাক্তন অধ্যাপক জিএমএম আজাহারুল ইসলাম, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, যুগ্ম-সম্পাদক এন ইসলাম সাগর, সাংবাদিক আলাউদ্দীন রাজা, প্রভাষক ময়নুল ইসলাম, আব্দুর রাজ্জাক বুলি, রেবা আক্তার কুসুম ও মোমিন উদ্দীন, শিক্ষক আব্দুল ওহাব সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও এনজিও কর্মী। সভায় মার্চ মাসের সকল জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের সিদ্ধান্ত গৃহিত হয়।