তৃপ্তি সেন, পাইকগাছা :
উৎসব মুখর পরিবেশে আগামী ৩১ মার্চ অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র জমাদানের শেষ দিনে খুলনার পাইকগাছায় চেয়ারম্যান পদে ৪, ভাইস চেয়ারম্যান পদে ৪ ও মহিলা ভাইস চেয়ারম্যানপদে ৬ প্রার্থীসহ মোট ১৪জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ও পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না ও দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা সহকারী কমিশনার (ভূমি) ডাঃ মোঃ আব্দুল আউয়ালের নিকট প্রার্থীরা মনোনয়ন দাখিল করেছেন। চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন উপজেলা আওয়ামী লীগের সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান মোড়ল, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড. শেখ মোঃ নুরুল হকের জ্যেষ্ঠপুত্র জেলা আওয়ামী লীগ নেতা আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এ্যাড. শেখ আবুল কালাম আজাদ। এছাড়া আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ও জেলা সহ-সভাপতি গাজী মোহাম্মদ আলী রিটার্নিং অফিসারের কার্যালয় খুলনায় মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন সাবেক ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, উপজেলা আ’লীগনেতা শিহাব উদ্দীন ফিরোজ বুলু, শিক্ষক সুকৃতি মোহন সরকার ও উপজেলা তাঁতীলীগের সভাপতি দেবব্রত রায় দেবু। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাসুমা খাতুন, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ময়না খাতুন, সাধারণ সম্পাদক ফাতেমাতুজ্জোহরা রূপা, পৌর মহিলা আ’লীগের সভাপতি শেখ জুলি, উপজেলা যুবলীগের সাবেক মহিলা সম্পাদক ও সাবেক ইউপি সদস্য নাজমা কামাল ও উপজেলা মহিলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক লিপিকা ঢালী।