তৃপ্তি সেন, পাইকগাছা :
খুলনার পাইকগাছার বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন আওয়ামী লীগ মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী গাজী মোহাম্মদ আলী।
শনিবার (৯ ফেব্রুয়ারি) দিনভর উপজেলার আলমতলা, লক্ষ্মীখোলা, বাইনতলা বাজার, শিববাটী সহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন এবং নেতকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা বিভূতি ভূষণ সানা, ইউপি চেয়ারম্যান কে,এম, আরিফুজ্জামান তুহিন, মুরারী মোহন সরকার, এম,এম, আজিজুল হাকীম, দিপক সরকার, ইউপি সদস্য হাসানুজ্জামান, অরবিন্দু মন্ডল, হারুন জমাদ্দার, প্রকাশ মন্ডল, বাকী বিল্লাহ সানা, আব্দুল হাই আজাদ, ত্রিনাথ বাছাড়, জহুরুল হক সানা, আব্দুল হাকিম, রব গাজী, বদিয়ার রহমান, অরুন কুমার, শাহীন আলম, ইদ্রিস আলী, সিরাজুল ইসলাম, কামরুল ইসলাম, মশিয়ার রহমান, ফারুক গাজী, পার্থ প্রতীম চক্রবর্তী, মিঠুন দেবনাথ, তুহিন ও সাহেব আলী।