পাইকগাছা, প্রতিনিধি :
আগামী ৩১ মার্চ অনুষ্ঠিত খুলনার পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক কলস প্রতীকের প্রার্থী ফাতেমাতুজ্জোহরা রূপা বলেছেন, তার মরহুম পিতা আলহাজ্ব জামশেদ আলীর স্বপ্ন ছিল উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করার।
তার সেই স্বপ্ন পুরনের লক্ষে এবং গরীব ও অসহায় নারীদের পাশে থেকে সেবা করার জন্য আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে রূপা মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। রবিবার বিকালে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রূপা পাইকগাছা প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন। তিনি কোন প্রার্থীর নাম উল্লেখ না করে বলেন, অনেক প্রার্থী নিজেদের দলীয় প্রার্থী হিসেবে পরিচয় দিয়ে প্রচার প্রচারনা করছেন। যাহা আচারন বিধি লংঘনের শামিল।
ফাতেমাতুজ্জোহরা রূপা সকল সাংবাদিকদের সহযোগীতা কামনা করেছেন। এ সময় তার ভাই জি এম মোরশেদ আলী বাউয়ালী উপস্থিত ছিলেন।