তৃপ্তি সেন পাইকগাছা, খুলনা :
জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে খুলনার পাইকগাছায় র্যালি, আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না’র সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আরিফ হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদীন, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, দারিদ্র বিমোচন কর্মকর্তা বিপ্লব কান্তি বৈদ্য, সমবায় কর্মকর্তা আব্দুস সাত্তার, পরিসংখ্যান কর্মকর্তা মোজাফফার হোসেন, সহকারী প্রকৌশলী ফরিদ হোসেন, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ ও শিক্ষার্থী অমৃতা সাহা নিশা।
দিবসটি উপলক্ষে আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না।