প্রতিনিধি, পাইকগাছা :
খুলনার পাইকগাছা উপজেলায় উত্তরণ সফল প্রকল্পের উদ্যোগে খাদ্য নিরাপত্তা ও পুষ্টি মেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ ফেব্রুয়ারি) সকালে এক বর্ণাঢ্য র্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে আলোচনা সভা ও মেলা অনুষ্ঠিত হয়। উত্তরণ সফল প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার সুরাইয়া খাতুনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলিয়া সুকায়না।
স্বাগত বক্তব্য রাখেন, প্রকল্প ব্যবস্থাপক ইশবাল হোসেন। উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, সমবায় কর্মকর্তা আব্দুস সাত্তার, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি অ্যাডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলু, পাইকগাছা প্রেসক্লাবের সহসভাপতি তৃপ্তি রঞ্জন সেন ও মো. আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহম্মেদ, যুগ্ম সম্পাদক এন ইসলাম সাগর, কোষাধ্যক্ষ ইমদাদুল হক, সাংবাদিক বি সরকার, স্নেহেন্দু বিকাশ, নজরুল ইসলাম, প্রমথ রঞ্জন সানা, পূর্ণচন্দ্র মন্ডল, যুবলীগনেতা এমএম আজিজুল হাকীম ও মো. আব্দুল গফফার মোড়ল। অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি ইউএনও জুলিয়া সুকায়না মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।