তৃপ্তি সেন, পাইকগাছা :
আগামী ৩১ মার্চ অনুষ্ঠিত উপজেলা নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার প্রতীক পাওয়ার পর থেকে খুলনার পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচনী হালচাল পাল্টে গেছে। সকল প্রার্থীরা তাদের প্রতীক সম্বলিত লিফলেট নিয়ে সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে নিজের জন্য ভোট প্রার্থনা করছেন।
প্রতীক পাওয়ার পর শুক্রবার (১৫ মার্চ) উপজেলার বিভিন্নস্থানে প্রার্থীরা তাদের প্রচার মাইকে প্রচারসহ ব্যাপকভাবে গণসংযোগ করেছেন। দিনভোর উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী পাইকগাছা উপজেলা আ’লীগের আহবায়ক গাজী মোহাম্মদ আলী উপজেলার গদাইপুর ইউনিয়নের বিভিন্নস্থানে গণসংযোগ এবং লিফলেট বিতরণ করেছেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য আনোয়ার ইকবাল মন্টু, গাজী নজরুল ইসলাম ও প্রভাষক ময়নুল ইসলাম, গদাইপুর ইউনিয়ন আ’লীগের আহবায়ক নির্মল চন্দ্র অধিকারী, সাবেক ইউপি সদস্য আব্দুল মজিদ, যুবনেতা কোনা মোড়ল, পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক রায়হান পারভেজ রনি, ব্যবসায়ী আব্দুল গফ্ফারসহ দলীয় নেতৃবৃন্দ। এদিকে প্রতীক পাওয়ার পরপরই গত বৃহস্পতিবার উপজেলার চাঁদখালী ইউনিয়নের মৌখালী বাজারে নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে দলীয় নেতাকর্মীরা আনন্দ মিছিল এবং পথসভা করে।
সন্ধ্যায় মৌখালি বাজারে মিছিল শেষে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফয়েজ উদ্দিনের সভাপতিত্বে পথ সভায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের আহবায়ক কমিটির সদস্য জিএম ইকরামুল ইসলাম, যুবলীগ নেতা এসএম নূরুল ইসলাম, গাজী রেজাউল করিম, ইউপি সদস্য মো. নজরুল ইসলাম হিরা, মো. মঞ্জুরুল ইসলাম, মো. আরিফুল ইসলাম, গাজী শহিদুল ইসলাম, রেজাউল, শিবলি, জিয়াউর রহমান, সিরাজুল ইসলাম, মোস্তফা সরদার, আকবর সরদার আলম, খোকন সানা, আজগার গাজী, হারুন সরদার, শাহিন আলম, রাশেদ, হাফিজুর রহমান, গোলাপ সরদার, ফরিদুর গাজী প্রমুখ।
এছাড়া শুক্রবার বিকালে নৌকা প্রতীকের পক্ষে গজালিয়াতে আনন্দ মিছিল ও গণসংযোগ করেছেন দলীয় নেতাকর্মীরা।