খবর বিজ্ঞপ্তি :
খুলনায় কর্মরত যে সকল গণমাধ্যমকর্মী আগামী ৩১ মার্চ, ২০১৯ তারিখে খুলনা জেলায় অনুষ্ঠেয় পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন-২০১৯ উপলক্ষে ‘সাংবাদিক পাস’ পেতে আগ্রহী তাঁদেরকে খুলনা পিআইডি’র উপপ্রধান তথ্য কর্মকর্তার মাধ্যমে রিটার্নিং অফিসার বরাবর আবেদনের জন্য অনুরোধ জানানো যাচ্ছে।
০১. আবেদনপত্রে গণমাধ্যমকর্মীর নাম, পদবী, গণমাধ্যমের নাম ও মোবাইল ফোন নম্বর ইত্যাদি উল্লেখ করতে হবে (সংযুক্ত নমূনা অনুযায়ী)।
০২. দুই কপি স্ট্যাম্প সাইজের ছবি আবেদনপ্রত্রের সাথে গেঁথে দিতে হবে। ছবির পিছনে গণমাধ্যমকর্মী ও মিডিয়ার নাম উল্লেখ করুন। স্ট্যাম্প সাইজের ছবি ছাড়া কোনভাবেই পাস ইস্যুর সুপারিশ করা হবে না।
০৩. গণমাধ্যকর্মীর পেশাগত পরিচয়পত্র ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এর একটি করে ফটোকপি আবেদনের সাথে গেঁথে দিতে হবে।
০৪. স্থানীয় পত্রিকার গণমাধ্যমকর্মীরা সম্পাদক/বার্তা সম্পাদকের সুপারিশসহ আবেদন করবেন।
০৫. আবেদনপত্র আগামী ২৭ মার্চ, ২০১৯ (বুধবার) তারিখ বিকেল ৫ (পাঁচ)টার মধ্যে আঞ্চলিক তথ্য অফিস, ২৭৭ খানজাহান আলী রোড, পিটিআই মোড়, খুলনা-তে জমা দিতে হবে।
০৬. আবেদনপত্রের নমূনা আপনার ই-মেইল অথবা নিন্ম স্বাক্ষরকারীর দপ্তর থেকে সংগ্রহ করা যাবে।
উল্লেখ্য, পিআইডি ‘সাংবাদিক পাস’ ইস্যু করবে না। রিটানির্ং কর্মকর্তার কাছে শুধু সুপারিশ প্রেরণ করবে।