খবর বিজ্ঞপ্তি :
১৪ মার্চ (বৃহস্পতিবার) সকাল ১১টায় উন্নয়ন সংগঠন রূপান্তরের উদ্যোগে খুলনার দৌলতপুর ৫ নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়।
ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের আর্থিক সহায়তায় অনুষ্ঠিত উক্ত সংলাপ অনুষ্ঠানে সভাপতিত্ব করেণ রূপান্তরের কর্মসূচী সমন্বয়কারী অসীম আনন্দ দাস । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের ৫ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন, মুক্তিযোদ্ধা নূর ইসলাম বন্দ,সহকারী পরিচালক সমাজসেবা খুলনার আইনুল হক, থানা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ কামাল হোসেন বিশ্বাস ও ডুমুরিয়ার যুবউন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুজ্জামান।
সংলাপে খুলনা সিটি কর্পোরেশনের ১ থেকে ১৫ নং ওয়ার্ডের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ, সরকারী কর্মকর্তা, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, নারীনেত্রী, নতুন ভোটার, শিক্ষক, পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন। বিশিষ্ট শিক্ষাবিদ ও সুন্দরবন একাডেমির নির্বাহী পরিচালক অধ্যাপক আনোয়ারুল কাদিরের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রিজিওনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর রুবাইয়াৎ হাসান, রূপান্তরের জেলা সমন্বয়কারী অনুপ কুমার রায় ও প্রোগ্রাম অফিসার ফারহানা রহমান ।
সংলাপে অংশগ্রহনকারীরা এলাকার বিভিন্ন সমস্যা চিহ্নিত ও তা সমাধানের উপায় নিয়ে তাঁদের মতামত জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাদের সামনে সরাসরি তুলে ধরেণ। জনপ্রতিনিধি এবং অনুষ্ঠানের প্রধান অতিথি চিহ্নিত সমস্যাগুলি সমাধানের জন্য অংশগ্রহনকারীদের আশ্বাস দেন।