প্রতিনিধি, দাকোপ :
দাকোপ খুলনা শিক্ষা পরিবার (ডিকেএসপি) ঢাকা সংসদ ভবনের সম্মুখ চত্বর থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে।
ডিকেএসপি’র কর্তৃপক্ষ স্বাক্ষরিত এক খবর বিজ্ঞপ্তিতে জানা গেছে, অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার (১৫ ফেব্রুয়ারি ২০১৯) জাতীয় সংসদ ভবন চত্বরে ঢাকাস্থ দাকোপবাসিদের অংশগ্রহনে, বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে ডিকেএসপি’র প্রথম সাংগঠনিক সভা সুখেন্দু শেখর রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে পার্শ্ববর্তী গাজিপুর, কুমিল্লা, নরসিন্দিসহ বিভিন্ন জেলার শিক্ষানুরাগিরা উপস্থিত ছিলেন। সংগঠনে সাড়া জাগানো কিছু ক্যাম্পেইনসহ আগামীতে সংগঠনকে আরো শক্তিশালি করার জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহিত হয়। এ সময় উপস্থিত ছিলেন শৈলজানন্দ রায়, শেক্সপিয়ার রায়, সুজিৎ হালদার, অসীম ঘরামী, মাসুম বিল্লাহ, কবির মোড়ল, হরষিত বিশ্বাস, দেবাশীষ বিশ্বাস, উত্তম বিশ্বাস, দেবদাস মন্ডল, তুফান মন্ডল, মনিষ রায়, সুজন মন্ডল, কঙ্কন মন্ডল, তাপস বর্কন্দাজ।