গোলাম মোস্তফা খান, দাকোপ, খুলনা :
সুন্দরবনের কোল ঘেষে ৩টি দ্বীপ নিয়ে গঠিত খুলনার দাকোপ উপজেলায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে গত ৪ মার্চ মনোনয়নপএ জমা দেওয়ার শেষ দিনে ৩ জন চেয়ারম্যান প্রার্থীসহ মোট ৭জন প্রার্থী মনোনয়নপএ দাখিল করেছেন।
পুরুষ ভাইস-চেয়ারম্যান পদে মাএ ১জন মনোনয়নপএ দাখিল করায় বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হতে চলেছে। পুরুষ ভাইস-চেয়ারম্যান পদে একমাএ প্রার্থী হচ্ছেন দাকোপ উপজেলা যুবলীগের সভাপতি ও বিগত দুই মেয়াদের ভাইস-চেয়ারম্যান গৌর পদ বাছাড়। চেয়ারম্যান পদে ৩জন হচ্ছেন বর্তমান চেয়ারম্যান ও দলীয় মনোনিত নৌকার প্রার্থী আলহাজ্ব শেখ আবুল হোসেন, জেলা আওয়ামী লীগ নেতা ও দাকোপ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক চেয়ারম্যান মুনসুর আলি খান ও ওয়াকার্স পার্টির দাকোপ সাধারণ সম্পাদক গৌরাঙ্গ প্রসাদ রায়। মহিলা ভাইস-চেয়ারম্যান পদে মহিলা আওয়ামী লীগ নেএী খাদিজা আকতার, বর্তমান ভাইস-চেয়ারম্যান এ্যাড: সুভদ্রা সরকার ও নারী নেএী সুফলা মন্ডল।
অনেক বেশি সংখ্যক প্রার্থী বিগতদিনে গনসংযোগ করে আসলেও শেষ মুহুর্তে ভোটার অনুপস্থিতির আতঙ্কে বেশ কয়েকজন প্রার্থী হওয়া থেকে সরে দাড়িয়েছেন বলে জানা গেছে। আবার অনেকেই বলছে নির্বাচন নিরপেক্ষ হবে না, এমন একটা আতঙ্ক ভোটার ও প্রার্থীদের মধ্যে কাজ করছে।