সংবাদদাতা, দাকোপ :
খুলনার দাকোপ উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল ওয়াদুদ‘র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, অধ্যক্ষ অসিম কুমার থানদার, প্যানেল মেয়র এসএম গফুর, প্রভাষক জিএম জাহিদ হোসেন, তৃপ্তি রানী রায়, এসআই মামুন, শিক্ষক চিন্ময় বিশ্বাস, হাতেম আলী, তুষার কান্তি মহালদার, মোল্যা সাইফুল ইসলাম প্রমুখ। সভার পূর্বে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলা সদও চালনা পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।