প্রতিনিধি, দাকোপ :
খুলনার দাকোপ উপজেলার সুতারখালী ইউনিয়নে বাল্যবিয়ে রোধ করতে স্কুল পর্যায়ে অভিভাবক সমাবেশ হয়।
“মেয়ে আমার অহংকার, ‘১৮ বছরের আগে বিয়ে নয়’ এই আমার অঙ্গীকার” এ শ্লোগানকে সামনে রেখে বুধবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে ইউএসএআইডি’র খাদ্য নিরাপত্তা উন্নয়ন কার্যক্রম নবযাত্রা প্রকল্পের আয়োজনে উপজেলার সুতারখালী মাধ্যমিক বিদ্যালয়ের সম্মেলনকক্ষে বাল্যবিয়ে প্রতিরোধে এক অভিভাবক সমাবেশ ও শপথ গ্রহণ স্কুলের প্রধান শিক্ষক সুজিত রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন সুতারখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুম আলী ফকির। বিশেষ অতিথি ছিলেন ইউপি সদস্য মিহির ম-ল, সিরাজুল ইসলাম মল্লিক, আইয়ুব আলী ঢালী, স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি প্রকাশ মিস্ত্রী, নবযাত্রা প্রকল্পের জেন্ডার অর্গানাইজার মনিরুজ্জামান মোল্লা। সমাবেশে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ অংশ নেন।