সংবাদদাতা, দাকোপ :
খুলনার দাকোপে নানা কর্মসূচীর মধ্য দিয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয শিশু দিবস-২০১৯ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা, চিত্রাংকন ও রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
১৭ মার্চ (রবিবার) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল ওয়াদুদ‘র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, এ্যাডঃ শুভদ্রা সরকার, চালনা পৌর মেয়র সনত কুমার বিশ্বাস, ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, এস আই পলাশ কুমার দাস, উপজেলা কৃষি অফিসার মোঃ মেহেদী হাসান, মৎস্য অফিসার জয়দেব পাল, মহিলা বিষয়ক অফিসার সুরাইয়া সিদ্দিকা, অধ্যক্ষ অসিম কুমার থানদার, পৌর কাউন্সিলর আঃ গফুর সানাসহ আরো অনেকে।
এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা ছাত্র-ছাত্রী বৃন্দ উপস্থিত ছিলেন। সভার পূর্বে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলা সদর চালনা পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
এদিকে উপজেলা আ‘লীগের উদ্যোগেও দিবসটি পালন করা হয়েছে।