মো. শিপন ভূঁইয়া, দাকোপ :
একাদশ জাতীয় সংসদে খুলনা-১ আসন (দাকোপ-বটিয়াঘাটা) থেকে চতুর্থবারের মত নির্বাচিত সংসদ সদস্য পঞ্চানন বিশ্বাসকে জাতীয় সংসদের হুইপ এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির আইন বিষয়ক সদস্য ও দাকোপ উপজেলার কৃতি সন্তান অ্যাডভোকেট গ্লোরিয়া ঝর্ণা সরকারকে সংরক্ষিত নারী-১১ আসনে (খুলনা-বাগেরহাট) সাংসদের দায়িত্ব অর্পন করায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে মুজিবীয় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে খুলনার দাকোপ উপজেলার বাজুয়া খুটাখালী বাজারে বিশাল আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টার দিকে বাজুয়া ও লাউডোব ইউনিয়নের স্থানীয় জনসাধারণ ও জননী সমিতি যৌথভাবে এর আয়োজন করেন। জেলা ছাত্রলীগের সহসভাপতি শেখ আলামিন হোসেনের নেতৃত্বে এতে উপস্থিত ছিলেন জননী সমিতির সভাপতি ও ইউপি সদস্য মলিনা বিশ্বাস, সাধারণ সম্পাদক মিনতি বিশ্বাস, গোবিন্দ মণ্ডল, তুহিন কয়াল, অজিত সরদার, সুশীল সরকার, প্রভাত শীল, বিউটি সরকার, বিজলী শীল, সখি সরদার, শিখা সরদার, মিরা সরদার, সুমন সানা, মেহেদী মোল্যা, প্রসেনজিৎ, দীপ্ত সরদার, রাজু, তপন ও স্থানীয় ইউনিয়নের জনপ্রতিনিধিবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ।