তথ্যবিবরণী :
দেশের সার্বিক উন্নয়নের অংশ হিসেবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কার্যক্রম বাস্তবায়নে জেলা প্রশাসকদের অংশীদারিত্ব ও তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে প্রাথমিক ও গণশিক্ষা সচিব মোঃ আকরাম-আল-হোসেন জানান।
সোমবার জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপস্থাপনায় তিনি এ কথা বলেন।
সচিব বলেন, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছতার সাথে নির্বিঘ্নে অনুষ্ঠান, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী নিয়োগে সভাপতির ও বিদ্যালয় জাতীয়করণে গঠিত জেলা টাস্কফোর্সের প্রধান হিসেবে দায়িত্ব পালন, গণশিক্ষা কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন এবং উন্নয়ন প্রকল্প পরিদর্শন কাজে জেলা প্রশাসকগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
বর্তমান সরকারের সঠিক পদক্ষেপ গ্রহণের ফলে প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তন এসেছে উল্লেখ করে সচিব জানান, ছাত্র-শিক্ষক অনুপাত নির্ধারিত ১:৪৬ এর স্থলে বর্তমানে ১:৩৬ এ উন্নীত হয়েছে এবং ঝরে পড়ার হার ও ছাত্র-ছাত্রী অনুপস্থিতির হার ক্রমাগত হ্রাস পাচ্ছে।
প্রতিটি শিশুর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ সাংবিধানিক দায়িত্ব উল্লেখ করে সচিব বলেন, এমডিজি অর্জনের পর জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নের অংশ হিসেবে সকল ছেলে-মেয়ের জন্য সম্পূর্ণ অবৈতনিক, একীভূত, মানসম্মত ও জীবনব্যাপী প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের জন্য সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও বিশেষ অতিথি হিসেবে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী উপস্থিত ছিলেন ।