নিজস্ব প্রতিবেদক, দিনকাল :
শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় খুলনা প্রেসক্লাব অডিটরিয়ামে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খুলনা সদর থানা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন – ২০১৯ অনুষ্ঠিত হয়।
সদর থানা সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক রতন কুমার নাথ এর সভাপতিত্বে সম্মেলনে উদ্বোধক ও প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল হালদার। সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা অরবিন্দ সাহা। সম্মেলনে প্রধান বক্তা হিসাবে বক্তব্য প্রদান করেন খুলনা মহানগর পূজা উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক প্রশান্ত কুন্ডু।
সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর পূজা উদযাপন পরিষদ সহ-সভাপতি অধ্যক্ষ মাধব চন্দ্র রায়, সোনাডাঙ্গা থানা পূজা উদযাপন পরিষদ সভাপতি, সাধারণ সম্পাদক বিপ্লব মিত্র ও রামচন্দ্র পোদ্দার। দৌলতপুর থানা পূজা পরিষদ সভাপতি তিলক গোস্মামী, লবণচরা পূজা পরিষদ সভাপতি ডাঃ শেখর চন্দ্র পাল, খুলনা জেলা পূজা উদযাপন পরিষদ যুগ্ম-সাধারণ সম্পাদক বিমান সাহা, মহানগর পূজা উদযাপন পরিষদ সহ-সাংগঠনিক সম্পাদক বিশ্বজিৎ দে মিঠু, খুলনা জেলা ছাত্র যুব ঐক্য পরিষদ সভাপতি দেবাশীষ রায়।
উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন খুলনা মহানগর ও সদর থানা পূজা উদযাপন পরিষদ আওতাধীন সকল কমিটি, বিভিন্ন মন্দির কমিটির প্রায় সহস্রাধিক নেত্রীবৃন্দ।
সম্মেলন শেষে সবার উপস্থিতিতে চার সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। নব নির্বাচিত কমিটির সদস্যরা হলেন সভাপতি,বিকাশ সাহা, সাধারণ সম্পাদক বিপ্লব সাহা লব, কোষাধ্যক,রাজ কুমার শীল রাজু,যুগ্ম সম্পাদক, কার্তিক রায়।