খবর বিজ্ঞপ্তি :
সোমবার (১৮ অক্টোবর) বিকাল ৫টায় খুলনা জেলা স্টেডিয়াম ওডিটরিয়ামে কালচারাল ক্লাসিসিস্ট খুলনা শাখার আয়জনে বঙ্গবন্ধুপুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উদযাপন উপলক্ষে কেক কেটে কালচারাল ক্লাসিসিস্ট মিউজিক শো-ডাউন অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কেন্দ্রীয় আ’লীগের কার্যনির্বাহী সদস্য ও সংরক্ষিত মহিলা আসন-৩৩০ এর এমপি এ্যাড. গ্লোরিয়া সরকার ঝর্ণা। অনুষ্ঠানটি উদ্বোধন করেন খুলনা জেলা ক্রীড়া এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম রশীদী দোজা।
শেখ রাসেলের জন্মদিন উদযাপন উপলক্ষে এ কালচারাল মিউজিক শোডাউনে খুলনার স্বনামধন্য পাঁচটি রাইসিং ব্যান্ড দল অড-সিগনেচার, হরাইজন, ভ্যাম্পায়ার, পিক আন্ডার সল্ট, নেক্রোম্যান্সারস, ব্লাডসেল এর শিল্পিরা সংঙ্গীত পরিবেশন করেন।
এই ‘‘কালচারাল ক্লাসিসিস্ট মিউজিক শো-ডাউন ২০২১’’ অনুষ্ঠান সফল করতে কালচারাল ক্লাসিসিস্ট এর প্রতিষ্ঠাতা জাহিদুল ইসলাম সৈকত, প্রজেক্ট ম্যানেজার আব্দুস আলভী, সাব-প্রজেক্ট ম্যানেজার এবং ক্যাসেলান খ্রীষ্টিনা মোহন্তা, মারজান আনান মিম, এসকে রাহিম, পিয়াস রুদ্র, রাশিক জুল সার্থক, ভলেন্টিয়ার পাটনার-দ্যা যেনিথ, ফোটোগ্রাফিস্ট কল্পলোক, ম্যানেজমেন্ট-প্রহর, ফুড-টিএইচএম ও কালচারাল ক্লাসিসিস্ট খুলনা টিমের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।