খবর বিজ্ঞপ্তি :
খুলনায় শিল্প কলকারখানায় পাইপ লাইনে গ্যাস সরবরাহের দাবীতে আজ ০৩ ফেব্রুয়ারী রবিবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত নগরীর পিকচার প্যালেস মোড়ে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির আয়োজনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
কমিটির সভাপতি প্রখ্যাত শ্রমিকনেতা আলহাজ্ব লোকমান হাকিমের সভাপতিত্বে এবং মহাসচিব প্রাণিপ্রেমী এস এম সোহরাব হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, এ অঞ্চলের ব্যবসায়ীরা ঢাকা-চট্টগ্রাম-সিলেটের ব্যবসায়ীর কাছে প্রতিযোগিতায় শুধুমাত্র গ্যাসের কারণে টিকতে পারছে না। কারণ এখানকার শিল্প-কলকারখানার প্রাণশক্তি বিদ্যুৎ। এর মূল্য গ্যাসের মূল্য থেকে অধিক হওয়ায় উৎপাদন খরচ স্বাভাবিকভাবে বেশী হয়। তাই এখানকার শিল্প-কলকারখানাগুলো লাভজনক না হয়ে লোকসানী প্রতিষ্ঠান হিসেবে চিহ্নিত হচ্ছে। নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের পরিবর্তে বেকার ও কর্মহীন হয়ে পড়ছে শ্রমজীবী মানুষ। সুতরাং অবিলম্বে গ্যাস লাইন চালু করে ‘শিল্প বাঁচাও, খুলনা বাঁচাও, দেশ বাঁচাও’ এভাবে বললেন বক্তারা। বক্তারা সুষম উন্নয়নে বঞ্চিত এ অঞ্চলের মানুষের অনেকগুলো প্রাণের দাবী ইতোমধ্যে বর্তমান সরকার পূরণ করায় খুলনাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানান।
সেই সাথে গ্যাস সরবরাহ প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের জন্য ২০১৯-২০ অর্থ বছরের জাতীয় বাজেটে অর্থ বরাদ্দের জন্যও মাননীয় অর্থমন্ত্রী ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। সমাবেশে এই দাবীর প্রতি সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন খুলনা সম্মিলিত ব্যবসায়ী সংগঠন সমন্বয় পরিষদ, খুলনা পোল্ট্রি ফিশ ফিড শিল্প মালিক সমিতি, সোনাডাঙ্গা দোকান মালিক সমিতি, অভ্যন্তরীণ নৌ-মালিক গ্রুপ, সোনালী অতীত ক্লাব, খুলনা বিভাগীয় মটর সাইকেল গ্যারেজ মেকানিক সমিতি, দৌলতপুর কলেজ শিক্ষক সমিতি, খানজাহান আলী রোড দোকান মালিক সমিতি, খুলনা ট্রেনিং এন্ড রিহ্যাবিলিটেশন সেন্টার অব দি ব্লাইন্ড, খুলনা জেলা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন, আটরা শিল্প অঞ্চল শ্রমিক ফেডারেশন, ছাব্বিশ বাজার কাঁচা বাজার ব্যবসায়ী সমিতি, ব্যবসায়ী শান্তি কমিটি, আছিয়া-সাত্তার ইসলামী সমাজকল্যাণ পরিষদ-এর নেতৃবৃন্দ।
এছাড়া বক্তৃতা করেন উন্নয়ন কমিটির বর্ষিয়ান নেতা কোষাধ্যক্ষ আলহাজ্ব মহিউদ্দিন আহমেদ, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, কবি রুহুল আমিন সিদ্দিকী, অধ্যাপক জাহাঙ্গীর আলম সবুজ, যুগ্ম মহাসচিব মহেন্দ্র নাথ সেন, শেখ আব্দুল হালিম, সাংগঠনিক সম্পাদক এ্যাড. মামুনর রশীদ, প্রচার সম্পাদক শেখ আইনুল হক, ক্রিড়া সম্পাদক আকরাম হোসেন খোকন, খালেক সিকদার, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক ডাঃ সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, শ্রম সম্পাদক সরদার মোশাররফ হোসেন, প্রফেসর রিপন আহমেদ, প্রফেসর সুকৃতি মণ্ডল, ছাত্রনেতা পাপ্পু ও বিকাশ, যুবনেতা ফরহাদ হোসেন, শ্রমিকনেতা বীর মুক্তিযোদ্ধা ওয়াহিদ মুরাদ, নূরুল ইসলাম, মিজানুর রহমান, হিরণ মীর, আফজাল হোসেন, জাতীয় পার্টির নেতা শাহ লায়েক উল্লাহ, সাম্যবাদী দলের এফ এম ইকবাল, বিপ্লবী কমিউনিস্ট পার্টির মনিরুল হক বাচ্চু, ন্যাপনেতা দীপক কর, সাংবাদিক নূরমোহাম্মদ টেনা, আব্দুল খালেক আজিজী, উন্নয়নকর্মী বাকের আহমেদ, নির্বাহী সদস্য আলহাজ্ব হাফিজ মাহমুদ স্বপন, বীর মুক্তিযোদ্ধা রফিক উদ্দিন বাবলু, বীর মুক্তিযোদ্ধা খেজের আহমেদ মোল্লা, বীর মুক্তিযোদ্ধা মোঃ হাসমত আলী, সদস্য শরীফ ক্বারী মিজানুর রহমান, নাজমুল তারেক তুষার, মোঃ রাসেল আলম, আহমেদ আলী খান, শামসুল আলম লিচু এম এম কামাল হোসেন, রানা তালুকদার, শাহ জাফর মাহমুদ মেহেতা প্রমুখ।