খবর বিজ্ঞপ্তি :
মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন ও তাদের স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে মঙ্গলবার (২৬ মার্চ ) খুলনায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০১৯ উদযাপন করা হয়।
সূর্যোদয়ের সাথে সাথে গল্লামারী শহীদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণের মধ্যদিয়ে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন খুলনা জেলা সংসদ। জেলা সংসদের সভাপতি উত্তম রায়ের নেতৃত্বে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক সৌরভ সমাদ্দার, কৃষ্ণনেন্দু বাছাড়, আজিজুর রহমান আরমান, সৌরভ দাশ, জাকারিয়া ইসলাম, সুমাইয়া বন্যা, দেবব্রত শুভ, হাফিজুর ইসলামসহ আরও অনেকে।