নিজস্ব প্রতিবেদক :
আগামি ২৪ মার্চ খুলনা মহানগর আওয়ামী লীগের আয়োজনে সহীদ হাদিস পার্কে অনুষ্ঠিতব্য সংবর্ধনা সভা সফল করার লক্ষ্যে (১৯ মার্চ) মঙ্গলবার মহানগর ছাত্রলীগের এক বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় খুলনা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য এস এম আসাদুজ্জামান রাসেল অনতিবিলম্বে খুলনার সকল কলেজে ছাত্র সংসদ নির্বাচন দেওয়ার জোর দাবি জানান।
তিনি বলেন, দীর্ঘদিন কলেজগুলোতে ছাত্রসংসদ নির্বাচন না হওয়ার কারনে সঠিক ছাত্রনেতা তৈরি হচ্ছে না তেমনি শিক্ষার্থীরাও তাদের ভোটের অধিকার হারাচ্ছে তাই অতি দ্রুত খুলনা মহানগরের আওতাধীন সকল কলেজ সমূহে ছাত্রসংসদ নির্বাচনের অনুমতির জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে জোর দাবি জানাচ্ছি।