অরবিন্দ কুমার মণ্ডল,কয়রা (খুলনা) :
একাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হতে না হতেই মার্চ মাসে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্টিত হবে নির্বাচন কমিশনের এমন ঘোষনার পর দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন কয়রা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে আওয়ামীলীগের ১৯ প্রার্থী।
উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি জোট অংশ গ্রহণ করবে না জেনেই আওয়ামীলীগের একাধিক প্রার্থী স্থানীয়, জেলা ও কেন্দ্রীয় নেতাদের সাথে দলীয় মনোনয়ন (নৌকা প্রতীক) পাওয়ার জন্য দেনদরবার শুরু করেছেন । আওয়ামীলীগ দলীয় নেতা কর্মীদের সাথে কথা বলে জানা গেছে, দলীয় প্রতীক নৌকা বা দলের সমর্থন যিনি পাবেন খুব সহজে তিনি নির্বাচিত হবেন এমন ধারনা নিয়েই প্রার্থীরা দলীয় সমর্থন বা নৌকা প্রতীক পাওয়ার জন্য তৎপরতা অব্যহত রেখেছেন। কয়রা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশীরা হলেন কয়রা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জি এম মোহসিন রেজা, কয়রা উপজেলা যুবলীগের সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম ও বাংলাদেশ আ’লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য এবং বাংলাদেশ পুস্তক বাঁধাই ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ। ভাইস চেয়ারম্যান পুরুষ পদে মনোনয়ন প্রত্যাশীরা হলেন এ্যাডঃ মোশারাফ হোসেন, এ্যাডঃ কমলেশ চন্দ্র সানা, এ্যাডঃ এস এম আবু জাফর, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার লুৎফর রহমান, এ্যাডঃ আরাফাত হোসেন, সাবেক প্রধান শিক্ষক খগেন্দ্রনাথ মন্ডল, যুবলীগ নেতা মোঃ ওলিউর রহমান (খাকা), শ্রমীক লীগের মোঃ আব্দুল হালিম, আবু তাহের প্রিন্স, এস এম ইব্রাহীম হোসেন ,ও রুম্মান হোসেন সাকী, মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশীরা হলেন হাসিনা খাতুন, নাহার পারভীন, নিলিমা চক্রবর্তী, সাকিনা কবির, ও আয়শা খাতুন ।