অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা :
কয়রায় ন্যাশনাল চিলড্রেনস টাস্ক ফোর্স (এনসিটি) এর উদ্যোগে পরিত্রাণ ও প্লান ইন্টান্যাশনালের সহযোগীতায় শিশু অধিকার বাস্তবায়ন সম্পকির্ত জাবাবদিহিতা বিষয়ক অধিবেশন অনুষ্ঠিত হয়।
গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এনসিটির কয়রার সভাপতি মিলন মুন্ডার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম সুলতান মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন কয়রা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোস্তফা হাবিবুল্যাহ ও কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা শফিকুল ইসলাম। আনিকা আক্তারের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাঃ হুমায়ুন কবির, কোষাধ্যক্ষ মোঃ রিয়াছাদ আলী, এ্যাড. আনিছুর রহমান, সহকারী প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, যুব উন্নয়ন অফিসের আছাদুল হক, মহিলা বিষয়ক অফিসের হাফেজ রিয়াজুল ইসলাম, পরিত্রাণের প্রতিনিধি বাহারুল ইসলাম, প্লান ইন্টান্যাশনালের প্রতিনিধি শামীম আহম্মেদ, এনসিটি কয়রার সদস্য প্রমিলা মুন্ডা, আয়শা আক্তার, সুরভী মুন্ডা, ছালমা আক্তার, সুব্রত মুন্ডা, প্রশান্ত মুন্ডা, আয়শা খাতুন, মহিবালা, বিশ্বজিৎ, প্রশান্ত মুন্ডা, সুমি আক্তার প্রমুখ।
অনুষ্ঠানে শিশুদের অধিকার বাস্তবায়নে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এনসিটির সদস্যরা এবং উপস্থিত অতিথিরা তার সমস্যা মোকাবেলায় সমাধানের প্রতিশ্রুতিও ব্যক্ত করেন।