অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা :
খুলনার কয়রা উপজেলায় যথাযোগ্য মর্যাদার সাথে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষ্যে গত ২৬ মার্চ সকালে উপজেলা পরিষদ চত্বরে স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসণ, উপজেলা পরিষদ, কয়রা থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও তাদের বিভিন্ন সহযোগী সংগঠন, কয়রা উপজেলা প্রেসক্লাব, কয়রা আইনজীবি সমিতি, কয়রা সরকারী মহিলা কলেজ, কপোতাক্ষ মহাবিদ্যালয়, গীতাঞ্জলী সংগীত একাডেমি, মানব কল্যাণ ইউনিট, উত্তরচক কামিল মাদ্রাসা, কয়রা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি, জলবায়ু পরিষদসহ বিভিন্ন সামাজিক সংগঠন।
আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, ক্রীড়া অনুষ্ঠান শেষে বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে বীর মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শিমুল কুমার সাহার সভাপতিত্বে সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবু। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম সুলতান মাহমুদের পরিচলনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন কয়রা থানা অফিসার ইনচার্জ তারক বিশ্বাস, উপজেলা কৃষি অফিসার এসএম মিজান মাহমুদ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার অ্যাডভোকেট কেরামত আলী, ইউপি চেয়ারম্যান আমির আলী গাইন, বীর মুক্তিযোদ্ধা আ. রহমান সানা, নুরমোহাম্মাদ সানা, সরদার মাহবুবুর রহমান, এসএম রুহুল আমিন প্রমুখ।
বিকেলে উপজেলা পরিষদ মাঠে প্রীতি ফুটবল ম্যাচ শেষে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন স্থানীয় জনসাধারন। অপরদিকে সকাল ১০ টায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিএম মোহসিন রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কয়রা-পাইকগাছার সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবু। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাসহ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।