অরবিন্দ কুমার মণ্ডল, কয়রাঃ
গত ৫ ফেব্রুয়ারী খুলনার কয়রায় ইনিশিয়েটিভ ফর কোষ্টাল ডেভেলপমেন্ট (আইসিডি) বাঘ বিধবাদের সিট কাপড় বিতরণ করেছে।
গত মঙ্গলবার সকাল ১১টায় কয়রা শাকবাড়ীয়া স্কুল এন্ড কলেজ মিলনায়তনে কলেজের অধ্যক্ষ এসএম আবু বকর সিদ্দিকী’র উপস্থিতিতে ইনিশিয়েটিভ ফর কোষ্টাল ডেভেলপমেন্ট (আইসিডি)-এর উদ্যোগে ৫জন বাঘ বিধবার মধ্যে সিট কাপড় বিতরণ করা হয়েছে। ভুক্তভোগী বাঘ বিধবারা হলেন, ৬নং কয়রার রীণা গাইন ও রোকেয়া বেগম। ৪নং কয়রার জাহানারা বেগম ও রেশমা খাতুন এবং বতুলবাজারের নাসিমা খাতুন। এর আগে ৩০ জন বাঘ বিধবাদের গত ডিসেম্বর মাস ব্যাপী দর্জি প্রশিক্ষণ দিয়ে দুই ধাপে ৪০ জন বাঘ বিধবাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করেছে। উক্ত সিট কাপড় বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কয়রা শাকবাড়ীয়া স্কুল এন্ড কলেজের সহ-প্রধান শিক্ষক নারায়ন চন্দ্র মন্ডল, সহ- শিক্ষক মোস্তফা ফজলুল হক, অরবিন্দ কুমার মন্ডল, সৌমেন্দ্র নাথ অধিকারী, প্রভাষ চন্দ্র রায়, কৃষ্ণা দাস, আইসিডি সদস্য আশিক, হায়দার, বাদশাহ, আব্দুল্লাহ, ইসমাইল প্রমুখ।