অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা :
খুলনার কয়রা উপজেলায় দুই উপজেলা চেয়ারম্যান প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ৬ জন কর্মী আহত হয়েছে। এদের মধ্যে ইউপি সদস্য লুৎফর রহমান ও সলক বেগম নামের একজন মহিলাও রয়েছেন।
বৃহষ্পতিবার (১৪ মার্চ) রাত ১০ টার দিকে কয়রা সদরের পল্লীমঙ্গল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়রা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জিএম মোহসিন রেজার নির্বাচনী পথসভা শেষে তার সমর্থক সিরাজুল ও অপর প্রার্থী এসএম শফিকুল ইসলামের সমর্থক পল্লীমঙ্গল গ্রামের শামিমের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে ২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। দেখতে দেখতে সংঘর্ষ মারাত্মক আকার ধারন করে।
খবর পেয়ে কয়রা থানার ওসি তারক বিশ্বাসের নেতৃত্বে পুলিশের একটি ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশও সংঘর্ষে জড়িয়ে পড়ে বলে এলাকাবাসী জানান। এসময় উভয়পক্ষের ৬ জন আহত হয় এবং কয়েকটি মোটর সাইকেল ভাংচুরের ঘটনা ঘটে বলে জানিয়েছেন তারা। বর্তমানে পল্লীমঙ্গল বাজারের সকল প্রকার দোকানপাট বন্ধ রয়েছে। তবে কয়রা থানার ওসি তারক বিশ্বাস বলেন, সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।