অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা :
কয়রা উপজেলা প্রশাসনের উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ পালন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসার শিমুল কুমার সাহার সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম সুলতান মাহমুদ, সহাকারী শিক্ষা অফিসার মোঃ আবু খালিদ, একাডেমিক সুপারভাইজার মোঃ মোহসিন আলী প্রমুখ। বক্তারা ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরুর প্রাক্কালে রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ সমগ্র জাতিকে মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করতে অনুপ্রাণিত করেছিল বলে মন্তব্য করেন।
আলোচনা সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, স্কুল, কলেজের শিক্ষকবৃন্দ, সাংবাদিক সহ ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের ওপর কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, মাদরাসা ও প্রাইমারী স্কুলের শিক্ষার্থীরা ৩টি পর্বে বিভক্ত হয়ে রচনা প্রতিযোগীতায় অংশ গ্রহণ করে। এতে বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।