অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা :
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে কয়রা উপজেলায় আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন পেলেন উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান জিএম মোহসিন রেজা।
জানা গেছে, খুলনা-৬ আসনের সাংসদ মো. আক্তারুজ্জামান বাবু’র বিশ্বস্ত ও তৃণমূল আওয়ামীলীগ নেতা-কর্মীর চাওয়া পাওয়ার একমাত্র আশ্রয়স্থল মোহসিন রেজার হাতে দলের স্বার্থে দ্বিতীয় বারের মত নৌকা প্রতীক তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন মনোনয়ন কমিটি।
জিএম মোহসিন রেজাকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ায় কয়রা উপজেলার সর্বস্তরের জনগণ সাংসদ আক্তারুজ্জামান বাবু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে তাৎক্ষণিকভাবে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করে গভীর রাতে উপজেলার বিভিন্ন স্থানে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন বলে সংবাদ পাওয়া গেছে।