খবর বিজ্ঞপ্তি :
৬ ফেব্রুয়ারি বুধিবার বিকেল ৪টায় দলীয় কার্যালয়ে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি খুলনা জেলা সম্পাদকমণ্ডলীর এক সভা ভারপ্রাপ্ত সভাপতি কমরেড শেখ সাহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় আসন্ন উপজেলা নির্বাচনে দাকোপ উপজেলার চেয়ারম্যান প্রার্থী কমরেড গৌরাঙ্গ প্রসাদ রায় এবং ডুমুরিয়া উপজেলার চেয়ারম্যান প্রার্থী কমরেড শেখ সেলিম আক্তার স্বপন ওয়ার্কার্স পার্টির প্রার্থী হিসাবে হাতুড়ী প্রতীক বিজয়ী করতে নির্বাচনের কার্যক্রমকে সফলভাবে এগিয়ে নিতে সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়।
সভায় অপর এক প্রস্তাবে পাটকল শ্রমিকদের ৯ দফা দাবীর ভিত্তিতে গড়ে ওঠা আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে বলা হয়, শ্রমিকদের সাপ্তাহিক মজুরী নিয়মিত পরিশোধ করা হয় না। সরকার ঘোষিত মজুরী কমিশন এখনও বাস্তবায়ন করা হয়নি। অবসরপ্রাপ্ত শ্রমিকের পাওনা পরিশোধ করা হয়নি। ফলে শ্রমিকদের মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। সে কারণে নেতৃবৃন্দ শ্রমিকদের নিয়মিত মজুরী প্রদান, তাদের বকেয়া পাওনা পরিশোধ, ঘোষিত মজুরী কমিশন বাস্তবায়নসহ ৯ দফা দাবী অবিলম্বে মেনে নেয়ার জন্য আহ্বান জানান। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক কমরেড এ্যাড. মিনা মিজানুর রহমান, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড আনসার আলী মোল্লা, কমরেড মোজাম্মেল হক, কমরেড দেলোয়ার উদ্দিন দিলু, কমরেড শেখ মফিদুল ইসলাম, কমরেড এস এম ফারুখ-উল-ইসলাম।