খবর বিজ্ঞপ্তি :
খুলনা টেক্সটাইল মিল্স কলোনী মাঠে অনুষ্ঠিত ৭ম আইফুল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
বৃষ্টির কারণে মাঠ ভেজা থাকায় গতকাল সোমবার একটি ম্যাচও অনুষ্ঠিত হয়নি। আজ মঙ্গলবারও কোন ম্যাচ অনুষ্ঠিত হবে না। ফলে আগামীকাল বুধবার থেকে খেলা পুনরায় শুরুহবে বলে আয়োজক কমিটি জানিয়েছে।
বুধবার যথারীতি তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। বুধবার (২০ মার্চ) সকাল ৮টায় শেখ স্বাধীন ক্রীড়া চক্র মুখোমুখি হবে নুরানী মহল্লা একাদশের। সকাল ১০টায় শেখ শহীদ স্মৃতি সংঘ মুখোমুখি হবে শেখ স্বাধীন ক্রীড়া চক্র। সর্বশেষ বিকাল ৪টায় ফাতেমা এন্টারপ্রাইজের বিপক্ষে লড়বে দুরন্ত পার্টনার্স।